Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের বড়সড় সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের

বড়সড় সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের

Big success for plainclothes police of Matigara police station


ফের বড়সড় সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের। মে মাসের ২৮ তারিখে হিমাচল বিহারের পাশে ১০ থেকে ১২ যনের ডাকাত দলের ঘোরাঘুরির খবর পায় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ। ওখানে জড়ো হওয়া দুষ্কৃতিদের মধ্যে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এবং বাকিরা পালিয়ে যায়। এর পরে ধৃতদের পাঠানো হয় শিলিগুড়ি আদালতে।

তারপর থেকেই বাকি পলাতকদের নাগালে পেতে তল্লাশি শুরু করে পুলিশ। ফের গোপন সূত্রে খবর পেয়ে আবারও মাটিগাড়ার বাস্তু বিহার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম সঞ্জয় মন্ডল , মলয় রায় পাঁচকেল গুড়ির বাসিন্দা এবং অজিত বর্মন ভুবন জোতের বাসিন্দা। সেই সময় ধৃতদের হেফাজত থেকে ডাকাতি করার সরঞ্জাম পাওয়া গেলেও কাল ওই তিন জনের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। তাদের ফের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।

তবে আগের দিন পুলিশের অভিযান বুঝে পালিয়ে যাওয়া বাকিদের খোজ চালাচ্ছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code