WBSSC Bengali Mock Test 2025। SLST 2nd Bengali Practice Test । WBSSC 2nd SLST Bengali Model Paper। বাংলা মকটেস্ট প্রশ্নোত্তর PDF। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস বাংলা মডেল প্রশ্ন। SLST Bengali MCQ Test Practice
১। তিন জোড়া চোখ আটকে গেল”—কোথায়?
ক) অন্ধকারে খ) পাহাড়ে গ) ফ্রেমে ঘ) আকাশে
২। "আলোর ঘোমটা খোলে আকাশে”—কোন আকাশে?
ক) মধ্য আকাশে খ) পূর্ব আকাশে গ) পশ্চিম আকাশে ঘ) দক্ষিণ আকাশে
৩। ‘অসুখী একজন’- কবিতায় ‘সেই মেয়েটি’র উল্লেখ কবার আছে ?
ক) দুবার খ) তিনবার গ) চারবার ঘ) একবার
৪। ‘অসুখী একজন’- কবিতায় ‘মেয়েটি’র উল্লেখ কবার আছে ?
ক) দুবার খ) তিনবার গ) চারবার ঘ) একবার
৫। 'আফ্রিকা' কবিতাটি আছে রবীন্দ্রনাথের- (২০১৬ PG)
ক) 'পত্রপুট' কাব্যগ্রন্থে খ) 'শ্যামলী' কাব্যগ্রন্থে গ) 'পুনশ্চ' কাব্যগ্রন্থে ঘ) 'শেষ সপ্তক' কাব্যগ্রন্থে
৬। ‘এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে।’- বক্তা-
ক) গল্পকথক খ) অনাদি গ) ভবতোষ ঘ) জগদীশ
৭। হৈমবতীসুত’ যাকে বলা হয়েছে , তিনি হলেন –
ক) রাবন খ) ইন্দ্রজিৎ গ) কার্তিক ঘ) অর্জুন
৮। “কিম্বা যথা বৃহন্নলারূপী/কিরীটি,”-‘বৃহন্নলারূপী কিরীটি’ বলা হয়-
ক) অর্জুনকে খ) কার্তিককে গ) ভীমকে ঘ) নারায়ণকে
৯। ‘উড়িলা মৈনাক-শৈল,’-মৈনাক হলেন –
ক) হিমালয় পর্বত খ) পার্বতীর পুত্র গ) মেনকার পুত্র ঘ) মনুর পুত্র
১০। ‘আমিও আপনার আদেশবহ হয়ে থাকব।’-কার আদেশবহ হয়ে থাকবার কথা বলা হয়েছে?
ক) মীরজাফর খ) মোহনলাল গ) মীরমদন ঘ) গোলামহোসেন
১১। ‘আজকার এ কান্না শুধুই বিলাস’ – বক্তা কে?
ক) সিরাজদৌল্লা খ) লুৎফা গ) ঘসেটি বেগম ঘ) মীরজাফর
১২। ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?
ক) পনেরো বার খ) উনিশ বার গ) সতেরো বার ঘ) একুশ বার
১৩। “রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন”—‘হ্রেষা’ কী?
ক) কুকুরের ডাক খ) বিড়ালের ডাক গ) ময়ূরের ডাক
ঘ) ঘোড়ার ডাক
১৪। ‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল-
ক) অগ্নিবীণা খ) ফণীমনসা গ) সর্বহারা ঘ) ঝড়
১৫। ‘বুড়োমানুষের কথাটা শুনো’- এখানে বুড়োমানুষটি কে?
ক) গীরিশ মহাপাত্র খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
১৬। ‘সে যে বার্মায় এসেছে এ খবর সত্য।’- বক্তা কে?
ক) গীরিশ মহাপাত্র খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
১৭। ‘আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?’ বক্তা কে?
ক) তলওয়ারকর খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
১৮। বাংলা গদ্য সাহিত্যে প্রথম শোক গ্ৰন্থ কোনটি ?
ক) এষা খ) ব্রজবিলাস গ) প্রভাবতী সম্ভাষণ ঘ) বাসুদেব চরিত
১৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘প্রভাবতী সম্ভাষণ’ কতসালে রচিত?
ক) ১৮৬১ খ) ১৮৬৩ গ)১৮৬৫ ঘ) ১৮৬৮
২০। বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়?
ক) যৌগিক খ) মৌলিক গ) বিকৃত ঘ) দ্বিস্বর
২১। অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি?
ক) ইঁ খ) ক গ) ওঁ ঘ) চ
২২। কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক) ‘অ’ এবং ‘ই’ খ) ‘এ’ এবং ‘ই’ গ) ‘ও’ এবং ‘ই’ ঘ) ‘ও’ এবং ‘ঈ’
২৩। বাংলা কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে?
ক) আ খ) ক গ) ও ঘ) চ
২৪। ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক) সংবৃত খ) বিবৃত গ) অর্ধ-সংবৃত ঘ) অর্ধ-বিবৃত
২৫। ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দেওয়া হয়েছে কোন্ কবিকে ?
ক) চণ্ডীদাস খ) জ্ঞানদাস গ) গোবিন্দদাস ঘ) কবিরঞ্জন
২৬। কোনটি ধর্মমঙ্গলের চরিত্র নয়?
ক) ইছাই ঘোষ খ) লাউসেন গ) হরিশচন্দ্র ঘ) ধনপতি
২৭। ‘ শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায়, তা হল-
ক) পয়ার ও ত্রিপদী খ) পয়ার ও তুনট গ) ত্রিপদী ও তুনট ঘ) তুনট ও ভুজঙ্গপ্রয়াত
২৮। ‘চর্যা’ শব্দটির অর্থ-
ক) যোগীর আচার-ব্যবহার পদ্ধতি খ) ভিক্ষুর আচার-ব্যবহার পদ্ধতি গ) সাধকের আচার-ব্যবহার পদ্ধতি ঘ) সিদ্ধাচার্যের আচার-ব্যবহার পদ্ধতি
২৯। চর্যাপদের পুথিটি প্রকাশকালে সম্পাদনার দায়িত্বে কে ছিলেন?
ক) প্রবোধচন্দ্র বাগচী খ) বিধুশেখর শাস্ত্রী গ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ঘ) সুকুমার সেন
৩০। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে,চর্যাপদ রচিত হয়েছে –
ক) অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে খ) নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে গ) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ঘ) একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে
Ans: ১। গ ২। খ ৩।ক ৪।খ ৫।ক ৬।খ ৭।গ ৮।ক ৯।গ ১০।ঘ ১১।গ ১২।খ ১৩।ঘ ১৪।ক ১৫।গ ১৬।খ ১৭।ক ১৮।গ ১৯।খ ২০।খ ২১।গ ২২।গ ২৩।ক ২৪।খ ২৫।গ ২৬।ঘ ২৭।ক ২৮।ক ২৯।গ ৩০।গ
কোন প্রশ্ন বা প্রশ্নের উত্তর নিয়ে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখুন । আপনাদের উপকারে লাগলে আমাদের চেষ্টা সার্থকতা পাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊