Latest News

Ad Code

১০০ দিনের কাজ চালু করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

১০০ দিনের কাজ চালু করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

Highcourt


১০০ দিনের কাজ শুরু করতে এবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যে আগামী ১লা আগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করার সুযোগও দিয়েছে হাইকোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে এই নির্দেশ দেন।

বিগত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রাজ্যে, রাজ্য শাসক দল তৃণমূল এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছে একাধিকবার এমনকি বকেয়া আটকে রাখার কথাও জানিয়েছে রাজ্য। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র।

আদালত এদিন জানায় দুর্নীতি রুখতে যেকোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। প্রকল্প বন্ধ রাখা যাবে না। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন। কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক।’’ হাই কোর্ট জানায়, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

আদালতের কথায়, যদি ১০০ দিনের কাজে দুর্নীতি থাকে তবে তার খতিয়ে দেখুক কেন্দ্র কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ-ও জানায়, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইনের (মনরেগা) কোথাও বলা নেই যে, অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকালের জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকবে। বিচারপতির পর্যবেক্ষণ যাঁরা কাজ করতে পারছেন না বা কাজ করেও যাঁরা প্রাপ্য টাকা পাচ্ছেন না, তাঁদের কেন ভুগতে হবে? কাজ কেন আটকে রাখা হবে? প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে ১০০ দিনের কাজ চালু করা হোক!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code