Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন দপ্তরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহারে

বন দপ্তরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহারে

Tensions flare up again in Cooch Behar over forest department operation



সরকারি সংরক্ষিত বনভূমিতে চা বাগান গড়ে তোলার অভিযোগে বন দপ্তরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের মধুরভাষা এলাকায়। দীর্ঘদিন ধরে বারবার নোটিশ পাঠিয়েও দখলদারদের সাড়া না মেলায় বৃহস্পতিবার আটিয়ামোচর বিটের উদ্যোগে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৯ বিঘে বনভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানের সময় চাষিরা দাবি করেন, তাঁরা ব্যাংক ঋণ নিয়ে চা চাষ শুরু করেছিলেন এবং ফসল ঘরে তোলার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। যদিও বন দপ্তরের পক্ষ থেকে ৫০ দিনের সময়সীমা দিয়ে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না হলে ফের অভিযান হবে।

এই ঘটনার পর আজ মধুরভাষা পরিদর্শনে পৌঁছন কুমারগ্রাম চা বাগানের শ্রমিক নেতা লুইস কুজুর। ঘটনাস্থলে গিয়ে তিনি জানান, “চা শ্রমিকদের দুঃখ-দুর্দশা আমরা বুঝি। প্রশাসনের সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা আমরা করব। শ্রমিকদের পাশে আমরা রয়েছি।”

চা শ্রমিকদের জীবন-জীবিকা এবং প্রশাসনিক নীতির টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে এক মানবিক সমাধানের আশায় তাকিয়ে রয়েছে গোটা মধুরভাষা এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code