Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা বাংলার দেবদত্তা

আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা দেবদত্তা 

Debdatta Maji


IIT-JEE Advanced Result: আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা দেবদত্তা মাজি। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেধা তালিকায় নজর কাড়া সাফল্য রয়েছে দেবদত্তার। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকারী দেবদত্তা। বাড়ি পূর্ব বর্ধমানে। আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা সে। সর্বভারতীয় র্যাঙ্ক ১৬। দেবদত্তার এই সাফল্যে গর্বিত বাংলা।

৩৬০-এর মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন দেবদত্তা। গত দু'বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা ও শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই সফলতা দেবদত্তার। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে তাঁর। দেবদত্তা এর আগে জেইই মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশন উভয় পরীক্ষাতেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা। মাধ্যমিক থেকে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠছে দেবদত্তা।

১৮ মে JEE জেইই অ্যাডভান্সডের পরীক্ষা নিয়েছিল আইআইটি কানপুর। পেপার ১- এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর পেপার ২- এর পরীক্ষা হয়েছিল দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ মে প্রকাশিত হয়েছিল JEE Advanced- এর প্রভিশনাল অ্যানসার কি। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ ছিল প্রার্থীদের কাছে। ২রা জুন হল ফল ঘোষনা। এই পরীক্ষায় উত্তীর্ণরা JoSAA কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই আইআইটি-তে ভর্তির কাজকর্ম হবে। এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ জুন থেকে। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code