Latest News

6/recent/ticker-posts

Ad Code

২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা

২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা

suvendu adhikari


২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা। ল কলেজের ছাত্রীকে ধর্ষন কাণ্ডের জের এই অভিযানের ডাক দিলেন তিনি। রবিবার বিজেপির পক্ষ থেকে ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল হয়। আর সেখান থেকেই এই কর্মসূচির ডাক দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আর বাড়িতে বসে থাকলে হবে না। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর এবং কসবার ঘটনায় কন্যা সুরক্ষা যাত্রা চলবে।’’ তৃণমূল এবং কলকাতা পুলিশকে একযোগে আক্রমণ শানিয়ে বলেন, ‘‘এরা কারা? ভাইপো গ্যাং! মমতা হঠাও, কন্যা বাঁচাও। কলকাতা পুলিশ ধর্ষকদের রক্ষাকর্তা। ছাত্রীর মা-বাবাকে কোথায় লুকিয়ে রেখেছেন কলকাতার পুলিশ কমিশনার? মনোজ বর্মা কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে?’’

রবিবার আরজিকর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেন তিনি। তাঁর কথায়, ‘‘আরজি করের নির্যাতিতার বাবা-মাকে বলব ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিন। সব নাগরিককে বলব বেরিয়ে আসুন। রাজনীতি সরিয়ে রেখে আমিও যোগ দেব।’’

إرسال تعليق

0 تعليقات

Ad Code