তৎকাল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনছে রেল
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট রিজার্ভেশন (Tatkal ticket booking new rules 2025) ও অনলাইন বুকিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে এগোচ্ছে। যাত্রীদের সুবিধা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রেলওয়ে বোর্ড একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে, যা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।
রিজার্ভেশন চার্ট প্রস্তুতির সময় পরিবর্তন
এখন থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট (Indian Railways reservation chart timing) তৈরি করা হবে। অর্থাৎ, দুপুর ২টার আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির চার্ট রাত ৯টার মধ্যে প্রস্তুত হবে।
নতুন PRS (Passenger Reservation System)
আধুনিক প্রযুক্তি-নির্ভর নতুন পিআরএস-এর মাধ্যমে প্রতি মিনিটে ১.৫ লক্ষেরও বেশি টিকিট বুকিং সম্ভব হবে। ফলে, আগের তুলনায় দ্রুত ও নির্বিঘ্ন রিজার্ভেশন নিশ্চিত করা যাবে।
তৎকাল টিকিট বুকিংয়ে OTP যাচাইকরণ বাধ্যতামূলক
১ জুলাই থেকে IRCTC ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করার সময় ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ (OTP verification IRCTC) বাধ্যতামূলক হবে। শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল টিকিট বুক করতে পারবেন।
পরিচয় যাচাইয়ে ডিজিলকার ও আধার সংহতি
জুলাই মাসের শেষের দিকে ডিজিলকার বা আধার কার্ডের মাধ্যমে (Tatkal booking DigiLocker Aadhaar) প্রমাণীকরণ চালু হবে। যাত্রীরা নিজেদের ডিজিলকার অ্যাকাউন্টের সাহায্যে সরকার অনুমোদিত নথি আপলোড করে যাচাই সম্পন্ন করতে পারবেন।
এই পরিবর্তনগুলি একদিকে যেমন অনলাইন বুকিং ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করবে, অন্যদিকে প্রতিদিনের টিকিট সংক্রান্ত ভোগান্তিও অনেকাংশে কমাবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীর অভিজ্ঞতা উন্নত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊