WB DA Case Supreme Court: ডিএ মামলা নিয়ে বড় আপডেট

WB DA Case Supreme Court: ডিএ মামলা নিয়ে বড় আপডেট



সুপ্রিম কোর্টে জাস্টিস বিক্রম নাথ, সঞ্জয় করোল, সঞ্জীব মেহেতার বেঞ্চে ডিএ মামলার শুনানি ছিল আজ। গতকাল বিকেল চারটের সময় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সংভি মামলা পিছানোর চেষ্টা করেন, কিন্তু মামলা পিছাতে পারেননি। আজ ২ নাম্বারে মামলাটি ওঠে।


কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান-সরকারি আইনজীবি অভিষেক মনু সিংভি আদালতে বলেন যে 'তাঁর অন্য একটি এজলাসে পার্ট-হার্ড মামলা থাকায় মামলাটি জুলাই মাসের যে কোনও একটি দিনে দিতে বলেন৷ কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কর্মী পক্ষের অনান্য আইনজীবিরা সম্মিলিত আপত্তি জানিয়ে আগামী কালই অর্থাৎ ০৮.০৫.২৫ মামলাটি রাখার অনুরোধ করেন৷ তবে বিচারপতিরা আগামী ১৪.০৫.২৫ বুধবার বেলা ২ টার সময় মামলাটি নির্ধারিত করেন৷



ফলে ১৭ বারের মতন ফের একবার তারিখ পড়লো রাজ্যের ডিএ মামলায়।