Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাইওয়েতে আইন ভেঙে বিয়ের ‘বাসর ঘর’! নাচছেন বর-কনে, ভাইরাল ভিডিও

হাইওয়েতে আইন ভেঙে বিয়ের ‘বাসর ঘর’! নাচছেন বর-কনে, ভাইরাল ভিডিও 

Viral Video


বনেটে বসে নাচ করছে কনে ছাদে তলোয়ার বাগিয়ে ‘খেলা’ দেখাচ্ছে হবু বর। মাঝরাস্তায় আইন ভেঙে এমন কাণ্ডকারখানার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হল নেটদুনিয়ায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিয়ো গোয়ালিয়রের। হাইওয়েতে ট্রাফিক আইন ভাঙার এই ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল শোরগোল। কেউ কেউ বর বউয়ের এসব কাণ্ডকারখানার নিন্দা করেন। যদিও ভিডিওর সত্যতা বিচার করেনি সংবাদ একলব্য।

বিভিন্ন জায়গায় বিয়ের রীতিনীতি বিভিন্ন রকম। বর কনেকে নিয়ে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা দেখা যায়। বিয়ের ব্যতিক্রমী বহু ঘটনা দেখা যায়। তবে কিছু ঘটনা নিয়মের তোয়াক্কা না করেই করে ফেলে মানুষ। তেমনিই একটি ঘটনা গোয়ালিয়রে।

মাঝ রাস্তায় বর-কনের নাচ তাও আবার গাড়ির বনেটে কনে গাড়ির ছাদে তলোয়ার হাতে বর। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code