অবশেষে ভারতে ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন
অবশেষে ভারতে ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন। বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে ধরে নিয়ে গেছিল বলে খবর। প্রায় এক মাস পর তিনি ভারতে ফিরে এলেন।
বাংলাদেশী দুষ্কৃতিদের দ্বারা অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মন বিএসএফের তৎপরতায় অবশেষে বাংলাদেশ থেকে ফিরে এলেন। বাংলাদেশের তরফ থেকে বুধবার তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল জমিতে কাজ করার সময় শীতলকুচি এলাকার কৃষক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এরপর তাকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য সীমান্তের বিএসএফের তরফ থেকে তদারকি শুরু হয়। দফায় দফায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে বৈঠক করে বিএসএফ।
এদিকে উকিল বর্মন ফিরে না আসায় শীতলকুচি সহ জেলা জুড়ে রাজনৈতিক চাপানোতর চলতে থাকে। এরই মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে তা আলাদা মাত্রা যুক্ত হয়। অবশেষে এদিন উকিল বর্মন ফিরে আসায় স্বস্তিতে এলাকার সাধারণ মানুষ। বিএসএফের এই তৎপরতাকে অভিনন্দন জানিয়েছেন সীমান্তের সাধারণ মানুষ।
প্রসঙ্গত মাস খানেক আগে ভারত বাংলাদেশ সীমান্তের শীতলকুচি এলাকায় কাঁটাতারের ভিতর ভারতীয় ভূখণ্ডে নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশী দুষ্কৃতীদের হাতে অপহৃত হন শীতলকুচির উকিল বর্মন। পরবর্তীতে বিএসএফের তরফ থেকে উকিল বর্মনকে ফেরানোর জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয় বিএসএফ। বাংলাদেশের আদালতে উকিল বর্মনকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে জেল হেফাজতে দেওয়া হয়।
উকিল বর্মনের বাড়িতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ জনপ্রতিনিধিরা গিয়েছেন। সকলেই পরিবারের পাশে থাকার এবং উকিল বর্মনকে দ্রুত ফেরানোর আশ্বাস দিয়ে যাচ্ছেন। এমনকি বিএসএফের তরফ থেকেও বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল দ্রুত উকিল বর্মন ফিরবে। অবশেষে ফিরলেন উকিল বর্মন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊