Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা শহর থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

দিনহাটা শহর থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

Dinhata news


দিনহাটা শহর থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন চৌপথি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই বাংলাদেশিরা।

ভারতের হরিয়ানা দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইটভাটায় কাজ করতো। সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা। পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের। এরপরেই কাঁটাতার হীন সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশের উদ্দেশ্যে তারা দিনহাটায় জড়ো হয়।

পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১১ জন পুরুষ, আট জন মহিলা এবং নয় জন শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার তাদের দিনহাটা মহাকুম আদালতে তোলা হবে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code