Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইসিকে ধমক অনুব্রতর! ভাইরাল অডিও! দলের নির্দেশে চাইলেন ক্ষমা, অডিও ফাঁস কী করে? তুললেন সে প্রশ্নও

আইসিকে ধমক অনুব্রতর! ভাইরাল অডিও! দলের নির্দেশে চাইলেন ক্ষমা, অডিও ফাঁস কী করে? তুললেন সে প্রশ্নও

Anubrata mandal

চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি আর ব্যক্তিকে হুমকি দিচ্ছে যদিও সংবাদ একলব্য অডিও এর সত্যতা বিচার করেনি। অভিযোগ, ওই কথোপকথন অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটনের। আইসি-কে গালিগালাজ করছিলেন বীরভূমের তৃণমূল নেতা। অডিয়ো ক্লিপে শোনা যায়, আইসি-র স্ত্রী এবং মায়ের নামেও গালিগালাজ করা হচ্ছে। এই অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়তেই পদক্ষেপ নেয় তৃণমূলও। শুক্রবার দুপুরে অনুব্রতকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল। তার মিনিট চল্লিশের মধ্যেই চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত। চিঠিতে তিনি লিখেছেন, পুলিশের এক জন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের। তাঁদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না।

তৃণমূল নেতা লিখেছেন, ‘‘সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে এক বার কেন, একশো বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সতিই আমি দুঃখিত।’’

অনুব্রত সংবাদমাধ্যমেও বলেন, ‘‘আমি নানা রকম ওষুধ খাই। শুনলাম, আমাদের এক তৃণমূল কর্মীর ছেলেকে পুলিশ মারধর করেছে। নিরীহ ছেলে। ওটা শুনেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। ওই পুলিশও আমাকে খারাপ কথা বলেছে।’’

তিনি আরও লিখেছেন, ‘‘আপনাদের ভাবতে হবে, তিনটে মহকুমা— বোলপুর, সিউড়ি, রামপুরহাটে মানুষের বিশাল মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কী করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনও চক্রান্ত নেই তো?’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code