‘জেলে ভরতে হবে ইউনুসকে,’: তসলিমা নাসরিন 

Taslima and Yunus

Web Desk: 

বাংলাদেশের পরিস্থিতি আরও জটিলের পথে। সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পদত্যাগ করার ইচ্ছা প্রকাশে খবর সামনে এসেছে। এর মাঝেই এবার বড় মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় মহম্মদ ইউনুসকে নিয়ে লিখলেন তসলিমা। আর সেই পোস্টে নোবেলজয়ীকে জেলে পাঠানোর দাবি করেন তিনি।



তিনি লেখেন, "শুনেছি ইউনুস সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ করে ইউরোপ বা আমেরিকায় বাকি জীবন আরাম করতে চলে যাবেন। তাঁকে যেতে দেওয়া হবে কেন? তাঁকে তো জেলে নিতে হবে। তিনি দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে ৫টি মামলা খারিজ করিয়ে নিয়েছেন।" শুধু তাই নয় মহম্মদ ইউনুসকে কেন জেলে রাখার কথা তিনি বলছেন তাঁর কারণও উল্লেখ করেন তসলিমা।




তসলিমা আরোও লেখেন, "প্রধান উপদেষ্টা পদে থেকে তিনি যেভাবে জিহাদি জঙ্গি জনতাকে মব ভায়োলেন্সে ইন্ধন জুগিয়েছেন, যেভাবে ঘৃণা আর হিংসে ছড়িয়েছেন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, যেভাবে রিসেট বাটন টিপে তৌহিদী জনতাকে খুনখারাবি করার জন্য উত্তেজিত করেছেন, কম মানুষের তো ক্ষতি হয়নি , কম মানুষের তো মৃত্যু হয়নি! তাঁকে তো পাপের প্রায়শ্চিত্য কিছু করতেই হবে। গত ৯ মাসে তিনি যে উন্মত্ত, অস্থির, অবিবেচক, অসহিষ্ণু প্রজন্মের জন্ম দিয়েছেন, যে অশান্তির ফোয়ারা বইয়েছেন দেশে, যে জিহাদি তাণ্ডব ঘটিয়েছেন, যে ভাঙচুর আর আগুন ঘটিয়েছেন শিষ্যদের লেলিয়ে দিয়ে, যে হারে নিরপরাধ মানুষকে হত্যা মামলার আসামী করে জেলে পুরেছেন, যেভাবে করিডোর আর বন্দর বিদেশি সামরিক শক্তির কাছে সঁপে দিয়েছেন, প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, তার জন্য কোনওরকম বিচারের মুখোমুখি না হয়ে তিনি মুক্তি পেয়ে যাবেন? তাঁকে তো তাঁর অন্যায়ের শাস্তি পেতেই হবে। বাকি জীবন তাঁকে তো জেলেই কাটাতে হবে। তাঁর চেয়ে কম অন্যায় করে কত মানুষের যাবজ্জীবন হয়েছে, তাঁর হবে না কেন?"