সম্পাদকীয়: স্বচ্ছ ও নিরপেক্ষ খবর পরিবেশন করে করে ৭-এ সংবাদ একলব্য 

Sangbad Ekalavya


আরিফ হোসেন, মুখ্য সম্পাদক, সংবাদ একলব্য:

রাজনীতি থেকে খেলাধুলা, শিক্ষা থেকে স্বাস্থ্য, লাইফস্টাইল থেকে সিনেমা সব ক্ষেত্র আমরা প্রতিফলিত করেছি আয়নার প্রতিবিম্বের ন্যায়। অনেকের ঐকান্তিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে ভর করে ষষ্ট বর্ষ পূর্ণ করে সপ্তম বর্ষে পা রাখল 'সংবাদ একলব্য' অনলাইন নিউজ পোর্টাল।




২০১৯-এর ২৩শে মে একলব্য প্রকাশনীর উদ্যোগে পথ চলা শুরু করে এই পোর্টাল। একে একে পাঁচ বছর ধরে মুখ্য সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। এই তিনটা বছর অনেকের সহযোগিতা, সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম এবং সংবাদ একলব্য পরিবারের নিপুন দক্ষতা ও পরিশ্রমে আজ সংবাদ জগতে বেশ কিছুটা স্থান দখল করেছে সংবাদ একলব্য। সকল গুনমুগ্ধ পাঠক, দর্শকদের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি... চলবো এই আশা রাখি। এই শুভদিনে সকলকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা এবং ধন্যবাদ। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।




আগামীদিনে আরও সুন্দর, সাবলীল, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আপনাদের মুখপত্র আপনাদের ইস্তাহার 'সংবাদ একলব্য'-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর।




সকল সম্পাদক, সাংবাদিক, পাঠক, শুভাকাঙ্ক্ষী, সহযোগীদের ধন্যবাদ। আগামীদিনেও পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন, পথ দেখাবেন, আমাদের উন্নতির কাণ্ডারি হয়ে থাকবেন আশাবাদী।