সতর্ক রাজ্য , যুদ্ধ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান

State on alert, task force launches operation to control prices of essential items in war situation


বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে এব্যাপারে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার জলপাইগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালালো টাস্কফোর্স।

অভিযানের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। শহরের দিনবাজার সহ বিভিন্ন বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।

ক্রেতাদের ‌কাছ থেকে কোনভাবেই যেন জিনিসপত্রের দাম বেশি না নেওয়া হয় এব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক‌ করেন সদর মহকুমা শাসক। এদিন সবজি সহ বিভিন্ন বাজারের পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে।

টাস্কফোর্সের আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ির দিনবাজারে অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন ক্রেতা সুরক্ষা ও কৃষি বিপনন‌ দপ্তরের আধিকারিক। বাজারে সবজি সহ বিভিন্ন জিনিসের দাম খতিয়ে দেখেন তারা। কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে।