Sangbad Ekalavya: ৭ 'এ সংবাদ একলব্য
![]() |
২০১৬ সালের ১১ আগস্ট ছাপা পত্রিকা সংবাদ একলব্যের উন্মোচন |
সত্য ও সমাজের পাশে দাঁড়াতে ২৩শে মে ২০১৯-এ পথচলা শুরু করে সংবাদ একলব্য। যদিও এর বীজ বপন হয়েছে আরও কয়েক বছর আগে ২০১৬ সালে, ছাপার অক্ষরে। কিন্তু, ২০১৯-এ নতুন স্বপ্নে নতুন দিগন্তে নতুন কিছু করার অঙ্গীকার নিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে সংবাদ একলব্য অনলাইন নিউজ পোর্টাল হিসাবে পথচলা শুরু করে। তবে গুটি গুটি পায়ে সব ঝড়-ঝঞ্জার সাথে লড়াই করে ষষ্ঠ বর্ষ পূর্ণ করে সপ্তম বর্ষে পাড়ি দেওয়া ততটাই সহজ ছিল না।
আন্তর্জালিক ব্যবস্থার এই দুনিয়ায় মুঠোফোনে সকলের ঘরে ঘরে বার্তা পৌঁছাতে আমরা যেমন বদ্ধপরিকর তেমনি সত্য সংবাদ পরিবেশনেও আমরা এতটুকু পিছিয়ে যাইনি। আর এই শক্তিকে ধরে রেখেই আগামীদিনে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।
![]() |
২০২৪ সালে সংবাদ একলব্যের বর্ষপূর্তি অনুষ্ঠানে |
ষষ্ঠবর্ষ পূর্তিতে আমরা আমাদের সম্মানীয় পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা, সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী, সাংবাদিক, সকল সদস্যবৃন্দ, টেকনিক্যাল টিমের সদস্য সকলকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ। সংবাদ একলব্যের এই ছয় বছর পূর্তিতে সকলের অবদান অনস্বীকার্য। সকলের প্রচেষ্টা, পরিশ্রম ও চিন্তার প্রতিফলনেই আজও গর্বের সাথে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সংবাদ একলব্য।
![]() | |
|
সপ্তম বছরের শুভারম্ভে সংবাদ একলব্য আরো বেশি করে দ্বায়বদ্ধ থাকবে সত্য খবর তুলে আনতে। সকলের সহযোগিতা ও সমর্থন আমাদের এগিয়ে নিয়ে চলছে । সেই পথে যতটা সম্ভব আপনারা পাশে থাকবেন। সত্য ও সুন্দর বিষয়কে আপনাদের সামনে তুলে ধরে নতুন ও স্বচ্ছ-সুস্থ সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
1 মন্তব্যসমূহ
শুভ জন্মদিন সংবাদ একলব্য।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊