ডাক্তার হতে চান, অরিজিৎ পছন্দের গায়ক, ভ্রমণ পিপাসু উচ্চমাধ্যমিকে প্রথম রুপায়ন
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-
উচ্চমাধ্যমিকে ৫০০শোর মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বর্ধমান সি এম এস স্কুলের ছাত্র রুপায়ন পাল। খুশির হাওয়া এলাকায়। উচ্ছাস দেখা গেলো স্কুলেও।
রুপয়ন ২০২৩ সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে। রুপায়নের দেশের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় হলেও ছোটো থেকেই সে বর্ধমানের সুভাষ পল্লী এলাকায় থাকে। প্রথম স্থানাধিকারী ছাত্রর বাবা রবীন্দ্র নারায়ন পাল পূর্ব বর্ধমানের আঝা পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,মা জয়শ্রী পাল ভাটাকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
রুপায়ন পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে। খেলাধুলায় খুব একটা বেশি মনোযোগী না হলেও গল্পের বই পড়া গান শোনা ছিলো একটা নেশা। গোয়েন্দা গল্প পড়তে বেশি পছন্দ করে রুপায়ন। গানের জগতে অরিজিৎ সিং তার বেষ্ট সিঙ্গার বলে জানায় সে। রুপায়ন বলে সারাদিনে ৮-১০ ঘন্টা পড়াশোনা করে। প্রতিটি বিষয়ের জন্য একটি করে গৃহশিক্ষক ছিলো তার।
আগামী দিনে ডাক্তার হয়ে সে সকলের সেবায় নিযুক্ত হতে চায়।রুপায়নের বাবা রবীন্দ্র নারায়ন পাল বলেন ছেলেযে একটা র্যাঙ্ক করবে সেটা জানতাম তবে প্রথম হবে ভাবতে পারিনি। রুপায়ন পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে বলে জানান রবীন্দ্র নারায়ন পাল ।
বর্ধমান সি এম এস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন পশ্চিমবঙ্গের মধ্য একমাত্র স্কুল হলো বর্ধমান সি এম এস স্কুল।যে স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মিন্টু রায় বলেন ২০২২ সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে বর্ধমান সি এম এস স্কুল।এরপর ফের ২০২৫শের উচ্চমাধ্যমিকের ফলাফলে ফের বর্ধমান সি এম এস স্কুলের চুড়ায় আরো একটি মুকুট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊