কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM modi


"আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হগলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।" জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাও কান্ডের পর জঙ্গি নিধনে বড় পদক্ষেপ করেছে ভারত। সংঘর্ষে জড়িয়েছে ভারত পাকিস্তান। শনিবার যুদ্ধ বিরতি শুরু হয়েছে। তারপর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


এদিন মেড ইন ইন্ডিয়াকে হাতিয়ার করে মোদী বলেন, ‘স্টেট স্পনসর্ড টেররিজ়ম’-এর বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যদুস্ত করেছি। ‘অপারেশন সিঁদুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 



এদিন নরেন্দ্র মোদী আরোও বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। 


পাকিস্তানের সঙ্গে কথা হলে কি নিয়ে হবে তা নিয়েও স্পষ্ট করে মোদী বলেন, এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়।