Latest News

6/recent/ticker-posts

Ad Code

'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে' আক্রমণ মোদির

'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে' আক্রমণ মোদির

Modi


আলিপুরদুয়ারে সভা করলেন নরেন্দ্র মোদী। আর সেই সভামঞ্চ থেকে রাজ্যের সরকারের তুলোধুনা করলেন তিনি। মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।

তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।

এরপরই মোদি বলেন, 'পহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, বাংলার মানুষদের ক্ষোভ ছিল। পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। ১৯৪৭ সালের পর ভারতে জঙ্গি হামলা পাকিস্তানের। পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়।

তিনি আরোও বলেন, 'পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code