Latest News

6/recent/ticker-posts

Ad Code

Operation Sindoor: অপারেশন সিঁদুর-এ খতম ১০০-র বেশি জঙ্গি, জানাল সেনা

Operation Sindoor: অপারেশন সিঁদুর-এ খতম ১০০-র বেশি জঙ্গি, জানাল সেনা

Operation Sindoor


অপারেশন সিঁদুর-এ খতম ১০০-র বেশি জঙ্গি, জানাল সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করাই ছিল ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য। কিন্তু পাকিস্তানি বাহিনী হামলা চালানোর পরেই পাক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে। স্পষ্ট করলো ভারত। শনিবার সন্ধ্যা থেকে চলছে যুদ্ধ বিরতি। 


ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। এমনটাই জানালো সেনা। সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। 



তিন বাহিনীর কর্তারা জানান, এই সংঘাতের আবহে পাক সেনার ৩৫-৪০ জন জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইসলামাবাদের কাছে চাকলালা ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। করাচিতেও যে কোনও মুহূর্তে আঘাত করার মতো কৌশলগত অবস্থানে ছিল ভারতীয় নৌসেনা। ৮-৯ মে’র রাতে পাকিস্তান বেশ কিছু ড্রোন এবং বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলেও বেশিরভাগ ব্যর্থ করা হয়েছে। পাকিস্তানি কিছু যুদ্ধবিমানকেও গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। 



নিহত জঙ্গিদের মধ্যে কান্দাহার বিমান ছিনতাইকারী জঙ্গি থেকে পুলওয়ামা হামলার চক্রান্তকারীরাও রয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। 


ভারতীয় সেনা জানিয়েছে, জঙ্গিঘাঁটিগুলি বড় ক্ষতি করতে হামলা চালানো হয়েছে। নিরীহ নাগরিকদের নিশানা করা হয়নি। কিন্তু পাকিস্তান ভারতের বসতি এলাকায় তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র পাঠায়। তার পাল্টা লাহৌরে পাকিস্তানের রেডার ধ্বংস করে দেয় ভারতের বায়ুসেনা। সেই অবস্থায়ও নিজেদের যাত্রীবাহী বিমানের উড়ান বন্ধ করেনি পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত সাবধানী পদক্ষেপ করেছে। এমন করে প্রক্রিয়া চালানো হয় যাতে কোনও যাত্রীবাহী বিমানের ক্ষতি হয়নি। পাকিস্তান ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা করলেও, তা ব্যর্থ হয়। ভারত সাবধানী পদক্ষেপ করলেও, ভারতের বসতি এলাকা এবং সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করে বলে জানিয়েছে ভারতীয় সেনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code