Weather News: বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা

Monsoon nears, storm on radar by weekend; north Bay of Bengal to have low-pressure area



মে মাসের তৃতীয় সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে, যা উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশের ইঙ্গিত দেবে, আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত, উত্তর-পূর্বে পৌঁছানোর চার থেকে পাঁচ দিন পরে বর্ষা বাংলায় পৌঁছায়।

আলিপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন-"২২ থেকে ২৮ মে এর মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এই সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরালায় প্রবেশ করতে পারে। একই সময়ে মৌসুমি বায়ু উত্তর-পূর্বে প্রবেশ করতে পারে।"

বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারি করা "বর্ধিত পরিসরের পূর্বাভাস" এর উপর ভিত্তি করে তিনি এই কথা বলেন। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে।

আবহাওয়া বিভাগের খবর অনুসারে আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। অর্থাৎ উত্তরবঙ্গে এই মাসের মধ্যে বর্ষা ঢুকে যাবে। এছাড়া দক্ষিণবঙ্গে এই মাসের শেষ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে এবং বর্ষা দ্রুতহারে এই মাসের শেষেই ঢুকে যাবার সম্ভাবনা রয়েছে।