Latest News

6/recent/ticker-posts

Ad Code

শারীরিক উচ্চতা মাত্র দু ফিট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে ৫৫৩!

শারীরিক উচ্চতা মাত্র দু ফিট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে ৫৫৩!

শারীরিক উচ্চতা মাত্র দু ফিট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে ৫৫৩!



নয়ন দত্ত , বিশেষ ভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক ২০২৫ এ জলপাইগুড়ি জেলার মুখ রেখেছে-এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল।

অবিশ্বাস্য হলেও সত্য, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ, সেই সময় একজন দিব্যাঙ্গ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায় ।

নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন , বন্ধু রাজীব শর্মার কোলে চেপে এসেছিলো রেজাল্ট নিতে ।বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাজীব জানায় সে ৫২১ পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩, এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ।

বিশেষ ভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশুনো করেই এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই।

অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক,বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত, ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code