নির্মীয়মান সার্কিট বেঞ্চ ভবন পরিদর্শন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি

High Court Chief Justice TS Sivagnanam inspects the newly constructed Circuit Bench building


শুক্রবার ফের নির্মীয়মান সার্কিট বেঞ্চ ভবন পরিদর্শন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম‌। এই নিয়ে দ্বিতীয়বার সার্কিট বেঞ্চ ভবন পরিদর্শনে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি সম্পা সরকার সহ অন্যান্য আধিকারিকরা।

প্রধান বিচারপতির উপস্থিতিতে‌ গত ৮ মে প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে সার্কিট বেঞ্চের জমি সহ ভবনের স্থায়ী পরিকাঠামো। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় কম্পোজিট কমপ্লেক্সের পাশে প্রায় ৪০ একর জমির মধ্যে গড়ে তোলা হচ্ছে সার্কিট বেঞ্চের নতুন ‌ভবন।‌

এদিন নবনির্মীত সার্কিট বেঞ্চ ভবনের পাশাপাশি বিচারপতিদের নির্মীয়মান আবাসন‌ সহ সমস্ত দিক‌ খতিয়ে দেখেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এরপর গোশালা‌ মোড় থেকে শুরু করে হাইকোর্টের প্রবেশ পথের রাস্তা সহ অন্যান্য দিকগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধান ‌বিচারপতি।

সার্কিট বেঞ্চ ভবনের সামান্য কিছু কাজ বাকি এখন। খুব দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করে শীঘ্রই স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ চালু করতে তৎপর রয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষ।