ভারতীয় বীর সেনাদের কৃতিত্বকে কুর্ণিশ জানাতে দিনহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা
পহেলগাম ঘটনার পর জঙ্গিদের কঠিন শাস্তি দিতে শুরু হয় অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে পাকিস্তানে হানা দিয়ে শতাধিক জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার এই বীরত্বকে কুর্ণিশ জানিয়ে 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো রবিবাসরীয় বিকেলের দিনহাটা শহর।
রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী তথা দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করলো। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরাও। দিনহাটা সোনি দেবী জৈন উচ্চ বিদ্যালয়, দিনহাটা উচ্চ বিদ্যালয়, নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের এনসিসির ছাত্রছাত্রীদেরকেও দেখা গেল শোভাযাত্রায়।
দিনহাটা সংহতি ময়দানে জাতীয় পতাকা নিয়ে একের পর এক এনসিসির ছাত্রছাত্রী সারিবদ্ধ করে শোভাযাত্রায় অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল নারীদেরকেও। 'অপারেশন সিঁদুর'-এ দুই নারী ব্যোমিকা ও সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকে আসার পর থেকেই নয়নমণি হয়ে গেছে সারা দেশের। এদিন নারী শক্তিকেই দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতে। এরপর এনসিসি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদেরকেও দেখা গেল শোভাযাত্রায়।
শোভাযাত্রায় পা মেলালেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ, সাবির সাহা চৌধুরী, বিষু ধর সহ একাধিক তৃণমূল নেতাও। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ জনগন। এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊