মেইন পাইপ ফেটে যাওয়াতে দিনভর বন্ধ পানীয় জল, দিনহাটা হাসপাতালে সমস্যায় রোগীরা
মেইন পাইপ ফেটে যাওয়াতে দিনহাটা মহকুমা হাসপাতালে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দিনভর পানীয় জল না পেয়ে সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় পরিজন। ফলে তাদের হয় দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে, নতুবা দূরে পুরসভার কোন ট্যাপকল থেকে জল এনে পান করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাইপ লাইন মেরামতির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্তও হাসপাতালে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা শহরে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজ করার সময় হঠাৎই হাসপাতালের মেইন পাইপলাইন ফেটে যায়। ফলে হাসপাতালে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। জল সরবরাহ বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েন হাসপাতালে রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। তাদের দোকান থেকে জল কিনে এনে খেতে হচ্ছে। আবার কেউ কেউ দূরের কোনো ট্যাপকল থেকে জল নিয়ে আসছে।
এ বিষয়ে হাসপাতালের রোগী এবং আত্মীয় পরিজনদের বক্তব্য, এদিন সারাদিন ধরে হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাইরে থেকে বেশি দামে জল কিনতে হচ্ছে। কোন কোন রোগী এবং তার আত্মীয়-স্বজনদের জল কেনার মত আর্থিক সঙ্গতি নেই। তারা পড়েছেন চরম সমস্যায়। অনেককে দূরের কোন ট্যাপ কল থেকে জল আনতে হচ্ছে।
এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল বলেন, পুরসভার পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময় হাসপাতালের জল সরবরাহের মেইন পাইপ ফেটে যায়। ফলে সারাদিন ধরে হাসপাতালে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মেকানিক্যাল স্টাফ এবং সিভিল স্টাফ এরা জল সরবরাহকে স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊