দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষ, আহত এক, ভর্তি হাসপাতালে
দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে গন্ডগোলের জেরে মাথা ফাটলো দিনহাটা কলেজে তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের। ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া দিনহাটা মহকুমা হাসপাতালে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায় আজ দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফরম ফিলাপ করছিল ঠিক সেই সময়ে কলেজে অপর গোষ্ঠীর ছাত্ররা এসে তাকে বেধড়ক মারধর করে। মারধরের জেরে মাথা ফেটে গুরুতর জখম হয় ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া। বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ। যদিও দিনহাটা কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃত্বরা এটাকে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ। ছাত্রনেতা আমির আলম বলেন কলেজে ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি আমরা দেখছি এখানে গোষ্ঠী কোন্দলের কিছু নেই। একই কথা বলেছেন যেটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ওপর গোষ্ঠীর নেতা রানা হক।
এ বিষয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন কলেজে গন্ডগোলের খবর পেয়েছি এবং একজন ছাত্র আহত হয়ে গোটা ঘটনাটি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊