Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবসর প্রসঙ্গে ধোনির উত্তরেই রইলো ধোঁয়াশা! কি বললেন ধোনি?

অবসর প্রসঙ্গে ধোনির উত্তরেই রইলো ধোঁয়াশা! কি বললেন ধোনি? 


M. S. Dhoni



এটাই কি ধোনির শেষ আইপিএল? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আইপিএলের শুরু থেকেই। এবছর আইপিএলে লাস্ট বয় ধোনির দল চেন্নাই সুপার কিংস। প্রথমে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড থাকলেও পরে চেন্নাইয়ের অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকেই। মহেন্দ্র সিং ধোনি কি এই আইপিএল এর পরই অবসর নিচ্ছে এই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে তখন এই মরসুমের শেষ ম্যাচেও এর উত্তর নিয়ে ধোঁয়াশাই রাখলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট কোনও উত্তর তাঁর মুখ থেকে পাওয়া গেল না।

এই মরশুমের শেষ ম্যাচে দুরন্ত জয় দিয়েই শেষ করলো সিএসকে। পুরস্কার বিতরণীর সময় সঞ্চালক হর্ষ ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। হালকা হেসে ধোনির উত্তর, “সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় রয়েছে। কোনও তাড়াহুড়ো নেই। শরীরটা ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে। যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছরে অবসর নিয়ে নিত। আপাতত রাঁচীতে ফিরে যাব। বাইক-টাইক চালিয়ে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে।”

এই উত্তরে সন্তুষ্ট হননি সঞ্চালক, ফের জিজ্ঞাসা করলেন অবসর নিয়েই ধোনি বললেন “আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গিয়েছে। এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময়ের বিলাসিতা রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।”

অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেও পরের বছর আইপিএলে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code