Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেশন ডিলারের মারে আহত রেশন গ্রাহক

রেশন ডিলারের মারে আহত রেশন গ্রাহক

Ration Dealer


আজ বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর লালচাপড়া গ্রামের বাসিন্দা হরিকান্ত যাদব রেশন নেওয়ার জন্য উত্তর লাউচাপরা গ্রামের রেশন ডিলার তপন পালের নিকট রেশন সামগ্রী নেওয়ার জন্য যায়, জানা যায় ডিলার সকলকে কার্ড হাতে রাখতে বলে কিন্তু এই উপভোক্তা কার্ডটি তার টেবিলের উপরে রাখে এতেই ক্ষিপ্ত হয়ে যায় রেশন ডিলার। সে গ্রাহকের কার্ড গুলি ঢিল মেরে মাটিতে ফেলে দেয় মাটি থেকে কার্ড তুলে রেশন গ্রাহক ডিলারের কাছে কার্ডগুলো ফেলে দেওয়ার কারণ জানতে চায়, এতেই আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় রেশন ডিলার তপন পাল সহ তার পুত্র বিশাল পাল দুজন মিলে রেশন গ্রাহক হরিকান্ত যাদবকে মারতে শুরু করে, সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা ডিলারকে আটকাতে গেলে উল্টে সে তাদের উপরে তেড়ে আসে। 


ডিলারের মারে কপালের কয়েকটি জায়গা ফেটে যায় গ্রাহক হরিকান্ত যাদবের। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা হরিকান্ত যাদব কে নিয়ে আসে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হরিকান্ত যাদব বলেন প্রতিবাদ রেশন নিতে গেলেই এহেন আচরণ করে রেশন ডিলার আমি চাই তার উপযুক্ত শাস্তি হোক।

সেখানে উপস্থিত আরেক উপভোক্তা দীপক মোদক বলেন সামান্য কথাতেই ডিলার তপন পাল এবং তার ছেলে বিশাল হরিকান্তকে মারতে শুরু করে আর এতেই হরিান্তের কপালে চোট লাগে এবং ফেটে যায়। তিনি অভিযোগ করে বলেন প্রতিবার যখন রেশন আনতে যাওয়া হয় তখন আজ নয় কাল কাল নয় পরশু এভাবেই তাদেরকে ঘোরানো হয়। তিনিও চান অভিযুক্ত রেশন ডিলারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আহত হরিকান্ত যাদব জানান তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন যাতে করে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code