Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু

বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু

Srinjay



বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু। একটি আইটি সেক্টরে কাজ করতেন সৃঞ্জয়। সূত্রের খবর, তাঁর মৃত্যুর কারণ এখনোও জানা যায়নি। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। সূত্রের খবর, মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সৃঞ্জয়কে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত ১৮ই এপ্রিল দিলীপ ঘোষের সাথে গাঁটছড়া বাঁধেন রিঙ্কু মজুমদার। মায়ের বিয়ে নিয়ে ২৫-র যুবক কোনোরুপ বিরোধিতা করেননি। মায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। নতুন জীবনের জন্য মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না ২৫ বছরের যুবক। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন।

বিধাননগর কমিশনারেটের অন্তর্গত টেকনো পিসি এলাকার সাপুরজি আবাসনে বাস করতেন ২৮ বছরের প্রীতম ওরফে সৃঞ্জয়। বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার সকালে আবাসন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code