Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বল্পাবাসে ফটোশ্যুট, ঝড় তুললেন তৃণা

স্বল্পাবাসে ফটোশ্যুট, ঝড় তুললেন তৃণা 

Trina Saha


সোশাল মিডিয়ায় তৃণা সাহার নতুন ফটোশুট ঝড় তুললো নেট দুনিয়ায়। স্বল্পাবাসে অভিনেত্রীকে দেখে কুপোকাত অনুরাগীরা। রঙিন ঝলমলে পোশাকে নজর কাড়া লুক ঝড় তুললো যুবা হৃদয়ে।
Trina Saha


পরনে ব্রকেট ম্যাটেরিয়ালের শর্টস। তার সঙ্গে পেয়ার আপ করেছেন রঙিন জ্যাকেট। পায়ে সোনালি রঙের নি লেন্থ বুট। তৃণার হট লুক নজর কেড়েছে নেট নাগরিকদের।
Trina Saha


ছবি গুলো শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছে- 'মনে হচ্ছে, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করেছি।' সেটা বলাই বাহুল্য! বৈশাখে প্রখর তাপে উত্তাপ যে বাড়িয়েছেন নায়িকা।
Trina Saha


তৃণা কিন্তু ওটিটি থেকে টেলিভিশনের পর্দায় দাপিয়ে কাজ করছেন। ফ্যাশন দুনিয়াতেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত মন্দ নয়!
Trina Saha


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code