কবে আসবে পানীয় জল? রাস্তাঘাট ঠিক হবে কবে? জনসংযোগে গিয়ে প্রশ্নের মুখে উদয়ন গুহ

Udyan Guha


জন সংযোগ কর্মসূচিতে গিয়ে জনসাধারণের প্রশ্নের মুখে পড়তে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে,যদিও এটাকে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ মানতে নারাজ উদয়ন গুহ। তার দাবি এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে, তাই মানুষের চাহিদাও বেড়েছে। প্রচুর রাস্তা হয়েছে এলাকায়, আরো হবে।



উল্লেখ্য, রবিবার বিকেলে দিনহাটা দুই নং ব্লকের  দুর্গা নগর ৭ এর ১২৫ বুথে জনসংযোগ কর্মসূচিতে যান। সেখানেই পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় মানুষদের প্রশ্নের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহকে দেখেই এলাকার মানুষজন বলতে থাকেন কবে পানীয় জলের সমাধান হবে?



স্থানীয় মানুষদের বক্তব্য কল আছে জল নেই। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পাশাপাশি রাস্তা ঘাটের অবস্থাও শোচনীয়।

দুর্গা নগরের বাসিন্দা মমতা বর্মন ও মনোরঞ্জন বলেন জলের সমস্যার পাশপাশি চলাফেরার রাস্তার সমস্যাও লেগেই আছে।



এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন সমস্যার কথা শুনেছি। জলের লাইন বসে গেছে। কি সমস্যার জন্য এখনো জল সাপ্লাই হচ্ছে না সে বিষয়ে ইঞ্জিনিয়ারকে ফোন করেছি। এই সমস্যার দ্রুত সমাধান হবে। আর রাস্তা আমরা করেছি প্রচুর। অভিযোগ এসেছে রাস্তা নিয়ে। আশাকরি রাস্তার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।