Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘আরও একটি দুর্নীতির পরিকল্পনা' মমতার ঘোষনা নিয়ে আর কি বললেন বিকাশ?

‘আরও একটি দুর্নীতির পরিকল্পনা' মমতার ঘোষনা নিয়ে আর কি বললেন বিকাশ? 

Bikash Ranjan and mamata


গ্রীষ্মকালীন ছুটির কারণে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি হয়নি সুপ্রিমকোর্টে। এদিকে সুপ্রিমকোর্টের নির্দেশের সময়সীমাও ফুরোনোর পথে। আর তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দুটি প্রসেস চালু রাখার কথা ঘোষনা করলেন। একদিকে যেমন রিভিউ পিটিশন রয়েছে সেটা থাকবে তেমনি আদালতের নির্দেশে ৩১ শেষ মে-র নয়া বিজ্ঞপ্তি জারি করা হবে। জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন, শেষ পর্যন্ত রিভিউ পিটিশনের রায়কেই চূড়ান্ত বলে ধরা হবে। তাই দু'টি বিকল্পকেই কাজে লাগানোর আর্জি জানিয়েছেন মমতা। চাকরিহারাদের উদ্দেশে তাঁর বার্তা, আপাতত পরীক্ষায় বসুন তাঁরা। রিভিউ পিটিশনে যদি চাকরি থাকে, তাহলে কথাই নেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এরুপ পদক্ষেপের পরেই প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম-এর রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশ বলেন, "বিজ্ঞপ্তি জারি করলে লড়াইটা থাকবে কোথায়? এর মানে কি আরও দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরও দুর্নীতি বড় করা? ৩১ মে-র পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত, দুর্নীতি করেছে যারা, তারা পরীক্ষায় বসতে পারবে না, টাকা ফেরত দিতে হবে। সেই প্রক্রিয়াও তো চালু করতে হবে পাশাপাশি? সেটা না করে চাকরি গিয়েছে যাদের, তাদের চাকরি রক্ষা করবেন বলছেন। কী করে করবেন উনি? আবার দুর্নীতি করবেন? আসলে আবার একটা পরিকল্পনা করছেন, যার মাধ্যমে বৃহত্তর মামলায় গোটা সমাজকে জড়িয়ে নিতে চাইছেন। উনি দুর্নীতি করবেন, আর সমাজ দেখবে, এটা হতে পারে না।"

বিকাশের কথায় উনি পশ্চিমবঙ্গকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিতে চাইছেন। ৩১মে-র মধ্যে নতুন নিয়োগ চালু হলে, সেখানে রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি? আবার যাদের চাকরি যাবে আবার বেআইনি ভাবে অন্যত্র চাকরি দেওয়াবেন? এভাবে পশ্চিমবঙ্গকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিতে চাইছেন বলে জানান বিকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code