২২ দিনের ব্যবধানে একই পরিবারে ৩ জনের মৃত্যু, তদন্তে ৩ সদস্যের প্রতিনিধিদল

3 members of the same family die within 22 days, 3-member delegation to investigate

সিতাই ব্রহ্মত্তর চাত্রায় এক বাড়িতেই পরপর তিন সদস্যের মৃত্যু, আক্রান্তদের বাড়ি পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের ৩'সদস্যের প্রতিনিধিদলের। বুধবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ ওই বাড়ি পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল।


যেখানে ছিলেন একজন ডিরেক্টর, অপর দুজনের মধ্যে একজন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক ও অন্য এক মহিলা চিকিৎসক। এছাড়াও ছিলেন স্থানীয় সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ। প্রসঙ্গত সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।


মাত্র ২২ দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। সর্বশেষ ১৪মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। এই ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে জোনাকু বর্মন ও তাঁর ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোন এক অজানা অসুখে মারা যায়।


একই পরিবারে তিন সদস্যের মৃত্যুর পর ১৯ মে সোমবার ওই এলাকায় প্রতিবেশী পরেশ চন্দ্র বর্মন নাম এক ব্যক্তির বাড়ির একটি ছাগলের মৃত্যু হয়েছে, যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। একই পরিবারের তিনজন সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।
সেই কারণে আজ বুধবার সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শনে যান জেলা স্বাস্থ্য দপ্তরের ৩'সদস্যের এক প্রতিনিধিদল। এদিন তারা গিয়ে ওই বাড়ি থেকে বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করেন পরীক্ষার জন্য।


এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী কুমার আড়ি জানান আজ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম আক্রান্ত পরিবারটির বাড়িতে গিয়েছে এবং স্যাম্পেল কালেকশন করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠাবে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সেই স্যাম্পেলের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


একই সাথে পরিবারের বাকি দুইজন সদস্য এবং এলাকাবাসী যাতে সুস্থ থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন আতঙ্কিত না হয়।