ইয়াবা ট্যাবলেটসহ ধৃত গিতালদহের তৃণমূল নেতা মাহফুজুর ও এক পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস

Abhijit dey bhowmik


ইয়াবা ট্যাবলেটসহ ধৃত গিতালদহের তৃণমূল নেতা মাহফুজুর ও এক পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। গতকাল সন্ধ্যায় কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে আটক করেছে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। সূত্রের খবর, ধৃতদের মধ্যে রয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্রের গীতালদহ এলাকার পরিচিত তৃণমূল নেতা মাহফুজার রহমান সহ এক গ্রাম পঞ্চায়েত সদস্য সিরাজুল হক আটক ইয়াবা ট্যাবলেট সহ। এরপরেই আজ নড়েচড়ে বসলো তৃণমূল নেতৃত্ব।

জেলা শহরে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাংবাদিকদের জানালেন গিতালদহের তৃণমূল নেতা মাহফুজুর রহমান ও পঞ্চায়েত সদস্য সিরাজুল হক দল বিরোধী অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এসেছে তাই তাঁদের ছয় বছরের জন্য দল থেকে বহিস্কার করা হলো। তৃণমূল কংগ্রেস এমন অসামাজিক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের দলে রাখে না।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গুঞ্জবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই একটি সন্দেহভাজন গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই মাদক বাইরে থেকে এনে স্থানীয়ভাবে বিক্রির পরিকল্পনা ছিল।

আটক ৫ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।