ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সম্ভাবনা আজ

Netanyahu's meeting with Donald Trump likely today


গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, ইসরায়েলের ‘ভয়াবহ গণহত্যা’র পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা রয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এমনটি দাবী করেছে।

সেই সাথে হামাস আরও দাবি করেছে, গাজার তুফফাহ এলাকা থেকে শুরু করে রাফা, খান ইউনিস ও দেইর এল-বালাহতে ইসরায়েলি বাহিনীর শিশুদের ওপর সহিংসতা ও গণহত্যা একটি চলমান ধ্বংসযুদ্ধের অংশ। তারা বলছে, ট্রাম্প প্রশাসন সরাসরি দায়ী, কারণ এই ভয়াবহ হত্যাযজ্ঞের পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সহায়তা রয়েছে।

এরই মাঝে সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট ছোড়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর জোরালো অভিযান অব্যাহত রাখতেও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের পথে বিমানে থাকা অবস্থায় নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে কথা বলেন।