বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো বহুতল আবাসন

Multi-storey residential building saved from major fire


শনিবার সাতসকালে জলপাইগুড়ি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজ পাড়ার একটি আবাসন ঘেঁষা বাড়ির গ্যারাজে রাখা সামগ্রীতে আগুন লাগাতেই এমন বিপত্তি।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসতে রাস্তায় বসানো হাইট বারে বাধা পায় দমকলের ইঞ্জিন, অগত্যা ছোটো গাড়ী নিয়ে ঘুর পথে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজের মালিক তরুণ কুমার ঘোষ জানান,গ্যারেজে থাকা জলের পাম্প থেকেই আগুন ধরে যায় মেয়াদ উত্তীর্ণ বিস্কিট গুলোর মধ্যে আগুন ছড়িয়ে পরে।

অপরদিকে আবাসনের বাসিন্দা সমীর দাস জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে ধোঁয়ার গন্ধ পাচ্ছি লাম, তারপরেই দেখি এই গ্যারেজ থেকে ধোঁয়া-আগুন । দ্রুত দমকলে খবর দিলে ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি দমকল স্টেশন অফিসার রামেশ্বর পান্ডে জানান,জি প্লাস একটি ফ্ল্যাট রয়েছে এই সমাজ পাড়ায়, তার নিচে একটি গ্যারেজে বসানো জল তোলার পাম্প থেকেই সর্ট সার্কিট হয়েছিলো , আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা,তবে ঘটনাস্থলে আসার পথে হাইট বারটির জন্য বড় ইঞ্জিন ঢোকানো যায় না, আগামীতে যদি বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে বড় সমস্যা হবে বড় গাড়ী নিয়ে এই স্থানে কাজ করতে।