বেশ কয়েক দফা দবি নিয়ে ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স এ্যাসোসিয়েশনের

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

রেশনের যে সমস্ত খাদ্যদ্রব্য দেয়া হয় তাদের সঠিক ওজন। খাদ্যদ্রব্য বরাদ্দর আগে রেশন ডিলারদেরকে জানানো সহ বেশ কয়েক দফা দবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে সোমবার ভাতার সমবায় অফিসে স্মারকলিপি প্রদান করেন ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এ্যাসোসিয়েশনের ভাতার কমিটি।

এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হর্ষনাথ ঘোষ সহ অন্যান্যরা।




ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এ্যাসোসিয়েশনের ভাতার ব্লকের সাধারণ সম্পাদক হর্ষনাথ ঘোষ বলেন কয়েক দফা দাবি নিয়ে এম,আর ডিলার্স এ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে সোমবার ভারতার ব্লকের ভাতার সমবায় শস্য উৎপাদন সমিতি লিমিটেডে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লিখিত দাবি গুলো হলো বরাদ্দ খাদ্যদ্রব্য সরবরাহ করার দুদিন আগে রেশন ডিলারদের জানাতে হবে।

রেশন দোকান খোলা থাকাকালীন খাদ্যদ্রব্য সরবরাহ করতে হবে।২০১৫ সালের বকেয়া কমিশন এবং পরিবহন খরচ পরিশোধ করতে হবে। সরকারি নিয়ম অনুসারে রেশন দোকানের সরকারি ওজন যন্ত্রের মাধ্যমে সঠিক ভাবে ওজন করে দিতে হবে। এছাড়া ২০১৬ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত যেসমস্ত ডিস্ট্রিবিউটার গন খালি বস্তার ওজন না দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেছেন সেই সমস্ত দোকানের ঘাটতি মেটাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করতে হবে।যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলনে নামার হুমকি দেন এসোসিয়েশনের কর্মকর্তারা।