WB Teacher: চাকরিহারাদের আন্দোলনে হাজির মীনাক্ষী
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চাকরি হারাদের। সারা রাত পেড়িয়ে মঙ্গলবারও অবস্থানে অনড়। আজ চাকরিহারাদের আন্দোলনে হাজির হন বাম নেত্রী মীনাক্ষী।
মীনাক্ষী বলেন, 'কাল থেকে তারা তাদের যোগ্য দাবীতে এখানে আছে, আমরা গোটা প্রসিডিউরে দেখেছি গোটা রাজ্যের ছেলেমেয়েরা দূর্নীতির বিরুদ্ধে দিনের পর দিন রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করবার একটা পরিস্থিতি নিয়েছে। তাই ২২ লক্ষ OMR শিটই প্রকাশ করতে হবে এটাই আমাদের দাবী। এবং যারা যোগ্য তাদের চাকরীতে বহাল করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভাঙ্গা চলবে না।"
এদিন অবস্থান বিক্ষোভ স্থলে মীনাক্ষি পৌছাতেই চাকরিহারারা গো ব্যাক স্লোগান তোলে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন সুপ্রীম কোর্টে দাঁড়িয়ে 'অল আর ফ্রড' বলেন সেই প্রশ্নও করেন চাকরিহারা আন্দোলনকারীরা।
এদিকে আজ মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান। বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন। বেতন নিয়ে ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকার আপনাদের বেতন দেবে।”
প্রয়োজনে আবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, “সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল। টাকা বন্ধ হয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আপনারা মাইনে পাবেন। আর গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। এটুকু বিশ্বাস আমাদের করতে পারেন। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে, তাদের উপর ভরসা রাখুন। যারা চাকরি কেড়ে নিচ্ছে, তাদের উপর ভরসা রাখবেন না।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊