চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে চম্পট! অবশেষে পুলিশের জালে ব্যক্তি

Man who sprinkled chili powder in eyes and fled with car


চলন্ত চারচাকা মালবাহী গাড়ি জাতীয় সড়কে দাঁড় করিয়ে গাড়ির চালককে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার এক, উদ্ধার মালবাহী গাড়ি।

গত মাসে ২৪ তারিখ রাতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলে ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নাম্বার জাতীয় সড়কে বিক্সফাম এলাকায় একটি ছোট চারচাকা মালবাহী টাটা এসি গাড়ি চালককে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। এরপরেই কোনক্রমে সেই চালক রাস্তায় থাকা টহলদারি পুলিশের ভ্যান বিষয়টি জানান। এর পরে সেই গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। গাড়ির মালিকের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে ফাঁসিদেওয়ার সাদা পোশাকের পুলিশ।

এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের পাশ থেকে এক যুবককে আটক করে। ধৃতের নাম রবিন মন্ডল, সে ফুলবাড়ী পশ্চিম ধানতলা এলাকার বাসিন্দা। উদ্ধার করা হয় চারচাকা মাল গাড়িটিও। ধৃতকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। তবে এই গাড়ি চুরির পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া পুলিশ।