ব্যাটে বলে দুরন্ত দাপট, সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো কলকাতা নাইট রাইডার্স 

Kkr vs srh


সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান তোলে কলকাতার ব্যাটাররা।

শুরুতেই নারিন ও ডিকক দুই ওপেনার ব্যর্থ হলেও রাহানে ও রঘুবংশী ইনিংসকে শ্বাস দেন। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রাহানে। ৩২ বলে হাফসেঞ্চুরি করে ফেরেন রঘুবংশী। এরপর যোগ্য লড়াই করেন রিঙ্কু ও ভেঙ্কটেশ আইয়ার। ২৯ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৭টি চার ও তিনটি ছক্কায় সাজানো নিজের ইনিংস। রিঙ্কু সিং ৪টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ৩২ রান করেন। ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কলকাতার নাইট রাইডার্স।

জবাবে ব্যাট করতে নেমে কেকেআরের বোলিং আঘাতে একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকে হায়দ্রাবাদের ব্যাটাররা। এদিন ব্যর্থ হন হেড, অভিষেক, ইশান। এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ থাকে তাঁদের ব্যক্তিগত রান। নিতীশ ১৯, মেন্ডিস ২৭, ক্লাসেন ৩৩ ও প্যাট কামিন্স করে ১৪। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। অরোরা, বরুন ও রাসেলের বোলিং দাপটে ১৬ ওভার ৪ বলে ১২০-তে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। অরোরা ও বরুন ৩টি করে, রাসেল ২টি এবং নারিন ও হর্ষিত ১টি করে উইকেট নেন। ৮০ রানে ম্যাচ জিতে যায় কলকাতা।