কাশ্মীরের সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ‘মোস্ট ওয়ান্টেড’ লশকর কমান্ডার আলতাফ 

Soldier


কাশ্মীরর বান্দিপোয়ার নিয়ন্ত্রণরেখার (এলওডি) অদূরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই। পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লির মৃত্যু হয়েছে এই ঘটনায়। ‘মোস্ট ওয়ান্টেড’ লশকর কমান্ডার আলতাফ পহেলগামে হামলাকারী ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)-এর সঙ্গেও যুক্ত ছিলেন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বান্দিপোরায় কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা গেছে। এক থেকে দু'জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে। এই খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালায় ভারতীয় সেনা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।