Latest News

6/recent/ticker-posts

Ad Code

নববর্ষের শুভরাম্ভে জলছত্রের উদ্বোধন, উপস্থিত বিধায়ক

নববর্ষের শুভরাম্ভে জলছত্রের উদ্বোধন, উপস্থিত বিধায়ক

জলছত্র


আজ বাংলা নববর্ষ।১ লা বৈশাখ ১৪৩২ । আপামর বাঙালি আজকের দিনে গণেশ পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালন করে থাকে। বিশেষ করে ব্যাবসায়ীরা তাদের দোকানে হালখাতা করে খরিদ্দারদের মিষ্টি, ক্যালেন্ডার বিতরণ করেন। পাশাপাশি বৈশাখ মাস জুড়ে তীব্র গরমের দাবদাহে পথচলতি মানুষজন সহ সকলের হাঁসফাঁস অবস্থা হয়। এজন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাক্তিগত উদ্যোগে ও জলছত্রের আয়োজন করে থাকে।

সেরূপ লোকপুর গ্রামের বাসিন্দা তথা খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্যা অনীমা সাহার উদ্যোগে রাজনগর খয়রাসোল পাকা রাস্তার পাশে একটি জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সুকুমার নন্দী, নৃপেন্দ্র নাথ সাহা সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন আজ ১ লা বৈশাখ শুভ নববর্ষ। সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে বলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্যা অনীমা সাহার উদ্যোগে আজ জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যা চলবে এক মাসব্যাপী। পথচলতি মানুষজনের জন্য ছোলা,বাতাসা ও ঠাণ্ডা জল পানের ব্যবস্থা থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code