শিল্পী মনীন্দ্রের পাশে দাঁড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন
Jadavpur University Teachers' Association stands by artist Manindra



চাকরী বাতিল নিয়ে প্যারোডি গান গেয়ে রাজরোষে পরা রাজবংশী শিল্পী মনীন্দ্রের পাশে দাঁড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন।

দুর্ভাগ্যজনক হলেও আজ এটাই সত্য, কেন্দ্র বা রাজ্যে সরকারের গায়ে ফোস্কা পরে এমন কিছু করলেই প্রতিহিংসা পরায়ন হয়ে উঠছে উভয়েই ,বিপদ বাড়ছে গণতন্ত্রের।

শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হওয়া পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৭ তম রাজ্যে সম্মেলনে উপস্থিত হয়ে সম্প্রতি উত্তরের মনীন্দ্র নামে এক রাজবংশী শিল্পীর গাওয়া গান এবং তার পরবর্তীতে রাষ্ট্র যন্ত্র দারা সেই শিল্পীর ওপরমানসিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে এমনটাই জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রতিবাদী মুখ পার্থ প্রতীম বিশ্বাস।

দুদিন ব্যাপী এই রাজ্যে সম্মেলনে সংগঠণের প্রতিনিধি সহ পার্থ প্রতীম বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী বুদ্ধিজীবীরাও উপস্থিত হয়েছেন।

রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন এর গাওয়া প্যারোডি গান প্রসঙ্গে পার্থ প্রতীম বিশ্বাস স্পষ্ট ভাষায় রাজ্যে এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, আজ এটাই সত্য, যে কোনো শিল্পী ,লেখক, সাহিত্যিকের সৃষ্ট বিষয় নিয়ে যদি দেশ বা রাজ্যে সরকারের গায়ে ফোস্কা পরে,তখনই হয় দেশদ্রোহী, নতুবা শাসক বিরোধী তকমা এটে দেওয়া হয় এবং তারপর চলে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে সাসানো থেকে হুমকি।