India’s First ATM on Wheels: চলন্ত ট্রেনের কামরায় এটিএম, রেলের যুগান্তকারী উদ্যোগ

India’s First ATM on Wheels
photo credit: united indian


ভারতে রেল যাত্রীদের আরও ভাল ভ্রমণের অভিজ্ঞতা দিতে এবার আরও একাধিক আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে । প্রথমবারের মত যাত্রী স্বার্থে ট্রেনের ভিতর বসানো হল এটিএম মেশিন। এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ATM on Wheels’। মহারাষ্ট্রের মুম্বই-মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে (Manmad-CSMT Panchvati Express) সফলভাবে চালু হয়েছে এই পরীক্ষামূলক প্রকল্প।


এই ঘটনা ভারতে প্রথমবার! রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিও সামনে আসতেই চমকে গেল নেটদুনিয়া।


রেলমন্ত্রী জানিয়েছেন, এই ‘এটিএম অন হুইলস’ উদ্যোগের সাফল্যের পর অন্যান্য ট্রেনেও এমন সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে। রেলকে ডিজিটাল ও স্মার্ট করতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ।


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অভিনব উদ্যোগের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বতন টুইটার)-এ শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মিনি প্যান্ট্রি এরিয়ায় কীভাবে এটিএমটি বসানো হয়েছে এবং তা কীভাবে সাধারণ রেল যাত্রীরা ব্যবহার করছেন।



এই পদক্ষেপ যাত্রীদের চলাচলের সময় নগদ অর্থের অ্যাক্সেসের সুযোগ করে দেয় - ভ্রমণের সাথে প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবাগুলিকে একীভূত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকবে ভারতীয় রেলের পদক্ষেপ।