ICC-র মাসের সেরা ক্রিকেটার হলেন শ্রেয়স আইয়ার
চলছে আইপিএল এর মাঝেই সুখবর ভারতীয় ক্রিকেট টিমে। আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার। মার্চের প্রথমেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতীয় ক্রিকেট দল। আর তার সুবাদেই এই সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন শ্রেয়স। নিউজ়িল্যান্ডের জেকব ডাফি এবং রাচিন রবীন্দ্রকে হারিয়ে এই ভারতীয় তারকা ক্রিকেটার মাসের সেরা পুরষ্কার জিতলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স। ২৪৩ রান আসে তাঁর ব্যাট থেকে। শ্রেয়স মার্চ মাসে ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে মোট ১৭২ রান করেছেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর ব্য়াট থেকে আসে ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ৬২ বলে ৪৫ রান করেন। আর ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ৬২ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন। ধারাবাহিক ভাবে ভালো খেলে সেরার তকমা পেলেন তিনি।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়স বলেন, 'আইসিসির বিচারে মার্চের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই গর্বিত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাসে এই পুরস্কার পাওয়াটা বিশেষ অনুভূতির। এই ট্রফি জয়ের স্মৃতি আজীবন মনে থাকবে। বড় মঞ্চে ভারতের জয়ে অবদান রাখার স্বপ্ন তো সকল ক্রিকেটারই দেখেন। আমার ওপর ভরসা দেখানোর জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ। হৃদয়ের অন্তরস্থল থেকে আমি সমর্থকদের কাছেও কৃতজ্ঞ। আপনাদের উদ্যম এবং সমর্থন আমাদের সবসময় উদ্দীপিত করে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊