gas cylinder price hike: নববর্ষের আগে বড় ধাক্কা, রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়লো অনেকটা

gas cylinder price hike


নববর্ষের আগে বড় ধাক্কা, পেট্রল-ডিজেলের পর এবার একধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলো অনেকটা। দাম বাড়ল ৫০ টাকা। আজ, সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নয়া দাম। ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হল ৮৭৯ টাকা।


দাম বৃদ্ধির হাত থেকে রেহাই নেই উজ্বলা যোজনার সুবিধাভোগীদেরও। স্বাভাবিকভাবেই নববর্ষের আগে মাথায় হাত মধ্যবিত্তের।


সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫০ টাকা। ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা।”


পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, খরচের চেয়ে কম দামে সিলিন্ডার বিক্রি করার কারণে তেল বিপণন সংস্থাগুলি প্রায় ৪১,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কমাতে, দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ।


২-৩ সপ্তাহ অন্তর গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


প্রসঙ্গত, সরকার শেষবার সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিল ৮ মার্চ, ২০২৪, নারী দিবসে। সেই সময় দিল্লিতে সিলিন্ডারের দাম ছিল ৯০৩ টাকা।