পাথরপ্রতিমাতে বাজি বিস্ফোরণ ৮ জনের মৃত্যু!

0Pathar Pratima


পাথর প্রতিমা:

রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের এমনটাই খবর। এর মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে।


স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছু ক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি। শুরু হয় হইচই। আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ।সেই সঙ্গে বাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা।


তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, বাড়িতে বাজি মজুত করা হয়েছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। তাঁরা জানাচ্ছেন, বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। আবার অনেকে বলছেন, রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে।


তবে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানার দাবি, ‘‘বাজি তৈরি সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু জন থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।’’




স্থানীয় সূত্রের খবর, বণিক পরিবারের বাজির ব্যবসা দীর্ঘ দিনের। পঞ্চায়েত ছাড়াএ একাধিক বার জেলা শাসককের দফতরে বাজি তৈরি, মজুত ইত্যাদির লাইসেন্সের জন্য জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা না মেলায় পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স দিয়েই চলছে ব্যবসা এমনটাই সূত্রের খবর।