দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

Digha Jagannath Temple


দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে রুদ্ধ দরজার ভিতরে জগন্নাথের কাঠের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ পাথরের জগন্নাথে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা হয়েছে।



দিঘার জগন্নাথধামের স্থাপত্যশৈলীও একদম চোখ ধাঁধানো। ১৬টি স্তম্ভের উপরে রয়েছে নাটমন্দির। মূল মন্দিরে রয়েছে ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এব‌ং সুভদ্রার মূর্তি। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে। এ ছাড়া, রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহও।



প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব গিয়েছে ইসকনের হাতে। শুভ ক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে ঢুকলেন মন্দিরের ভিতরে। ভিতরে একঝলক দেখা গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। বিগ্রহের সামনে আরতিও করলেন মমতা।