অবৈধভাবে গাঁজা মদ বিক্রি ও অসামাজিক কাজ সেই প্রতিবাদে দিনহাটা থানায় ডেপুটেশন ও বিক্ষোভ মহিলাদের 

Dinhata ps deputation


দিনের পর দিন চলছে অবৈধভাবে গাঁজা মদ বিক্রি ও অসামাজিক কাজ সেই প্রতিবাদে দিনহাটা থানায় ডেপুটেশন ও বিক্ষোভ দেখালেন গোসানিমারি এলাকার রাঙাপানি গ্রামের মহিলারা। সোমবার বিকেলে ওই এলাকার মহিলারা দিনহাটা থানায় এসে ডেপুটেশন দেন। 


মহিলাদের অভিযোগ, রাঙ্গামাটি গ্রামের আলসিয়া বাজার এলাকায় একটি বাড়ি থেকে অবৈধভাবে গাঁজা , মদ বিক্রি করা হচ্ছে এমন কি সেই বাড়িতে নানা রকম অসামাজিক কাজকর্ম করা হচ্ছে বলেও গ্রামের মহিলারা অভিযোগ করেন। গত ১৪ই এপ্রিল এলাকার মহিলারা একত্রিত হয়ে ওই বাড়িতে গিয়ে অসামাজিক কার্যকলাপের বিষয়টি তাদের অবগত করে এবং তারপরেই গ্রামের মহিলাদের নানাভাবে হুমকি দেওয়া হয় এবং ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ। দুষ্কৃতী লেলিয়ে দিয়ে এ ধরনের ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। 


ওই গ্রামবাসীরা বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপের ঘটনার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এদিন এই দাবিকে সামনে রেখেই অবিলম্বে অবৈধভাবে মদ ও গাঁজা বিক্রি বন্ধ করার উদ্দেশ্যে এবং এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এদিন তারা দিনহাটা থানায় ডেপুটেশন দেন। যদি আগামী দিনে পুলিশ কোন রকম পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন।