পাহাড়ের কোলে ওল্ডেজ হোম! বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়ালো বহ্নিশিখা

Old Age Home on the Hill! Banishikha stands by the elderly living there

স্মৃতির অন্তরালের মায়াজালে বন্দী হয়ে পাহাড়ের কোলে এক নিরিবিলি পরিবেশে ঠাঁই হয়েছে ২৪ জন বৃদ্ধ-বৃদ্ধার। চারপাশের কংক্রিটের দেয়াল জুড়ে এখন তৈরি হয়েছে তাদের জগত। হ্যাঁ, আমরা কথা বলছি শিলিগুড়ি থেকে খানিকটা দূরে আঁকাবাঁকা পথ দিয়ে চলা পাহাড়ি রাস্তা কার্শিয়াং সংলগ্ন রোহিনীতে অবস্থিত এক ওল্ডেজ হোমের।

এখানেই রয়েছেন প্রায় ২৪ জন বৃদ্ধ-বৃদ্ধা। যার মধ্যে রয়েছেন ৯ জন মহিলা। এছাড়াও অনেকেই রয়েছেন দৃষ্টিশক্তিহীন ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি।

এবার তাদের পাশেই এসে দাঁড়ালো শিলিগুড়ি শিবমন্দিরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন- বহ্নিশিখা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শনিবার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রোহিনীর এই ওল্ডেজ হোমে প্রয়োজনীয়দের পাশে এসে দাঁড়ানো হয়। এদিন চাল, ডাল, আটা, তেল সহ এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওল্ডেজ হোমে। এছাড়াও ওল্ডেজ হোম এর সমস্যার কথা জানতে পেরে একটি সিলিং ফ্যানও তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের অধ্যক্ষ সুমনা ঘোষ, সম্পাদিকা সোনালী সরকার, কোষাধক্ষ্য পারমিতা দে সরকার সহ সংগঠনের ১৮ জন সদস্য।